ফটো সাংবাদিক আফতাবের জানাজা
দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। এর আগে তার প্রথম নামাজে জানাজা সকাল ১০টায় রামপুরা মসজিদে সম্পন্ন হয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে মরহুমের নামাজে জানাজায় সাংবাদিকরা অংশগ্রহণ করে। জানাযা নামাজের পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজার পর আফতাব আহমেদের মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তাকে সেখানেই দাফন করা হবে বলে মরহুমের ছেলে সাখাওয়াৎ হোসেন জানান।
এ সময় সাংবাদিকরা আফতাব আহমদের হত্যার সঠিক তদন্ত করে হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবি জানান। সকল সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা।
নামাজে জানাজায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ, ড. জাফুরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজুল্লাহসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ জানাজার নামাজ আদায় করেন।
প্রসঙ্গত একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমদ বুধবার ভোরে রামপুরার ওয়াপদা রোডের ৬৩ নম্বর নিজ বাসায় খুন হন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৬ সালে তিনি একুশে পদক পান।
(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ডিসেম্বর ২৬, ২০১৩)