সমাপনীর ফল প্রকাশ ২৯ ও ৩০ ডিসেম্বর
দ্য রিপোর্ট প্রতিবেদক : জেএসসি-জেডিসি ফল আগামী ২৯ ডিসেম্বর এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
২৯ ও ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেওয়ার পর দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
গত বছর ২৬ ডিসেম্বর এক সঙ্গে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল দেওয়া হয়।
এবার অবরোধের কারণে দুটি পরীক্ষাই নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। এবারের জেএসসি-জেডিসিতে ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
জেএসসি-জেডিসি পরীক্ষা ২০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে তা ২২ নভেম্বর শেষ হয়। অপরদিকে প্রাথমিক ও ইবদতদায়ী সমাপনী পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ৬ ডিসেম্বর।
(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/ডিসেম্বর ২৬, ২০১৩)