দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। দিন শেষে সফরকারীদের দলীয় স্কোর বোর্ডে জমা হয়েছে ৬ উইকেটে ২২৬ রান। তবে কেভিন পিটারসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে রক্ষা পেয়েছে ইংলিশরা। ৬৭ রানে অপরাজিত রয়েছেন তিনি।

আগের ৩ টেস্টে একটি হাফসেঞ্চুরি (৫৩) হাঁকিয়েছেন পিটারসেন। সব মিলে তার ব্যাট থেকে এসেছে ১৬৫ রান। কিন্তু মেলবোর্নে একেবারে আলদা পিটারসেন। দলের বিপর‌্যয়ে দারুণভাবে হাল ধরেছেন তিনি।৬ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিচ্ছেন পিটারসেন।

আকস্মিক গ্রায়েম সোয়ান অবসরের ঘোষণা দেয়ার পর গুঞ্জন ওঠেছে পিটারসেনও সোয়ানের পথেই হাঁটছেন।কিন্তু গুঞ্জনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার উপযুক্ত জবাব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

জনসন ও ওয়াটসনদের বোলিং তোপে যখন ইংলিশ ব্যাটসম্যানরা জবুথবু তখন দলকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন পিটারসেন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন সফরকারী ওপেনাররা।দলীয় ৪৮ রানে অধিনায়ক অ্যালিস্টার কুক(২৭) আউট হয়েছেন। কারবেরি-রুট জুটি বড় সংগ্রহের দিকে এগুতে থাকলেও দলীয় ৯৬ রানে মাইকেল কারবেরিকে(৩৮) আউটের মধ্য দিয়ে তাকে থামিয়েছেন শেন ওয়াটসন।

দলীয় ১০৬ রানে রায়ান হ্যারিসের বলে জো রুটের(২৪) বিদায়ের পর উইকেটে এসেছেন পিটারসেন।ইয়ান বেল, বেন স্টোকস ও জনি বাইরস্টোকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন তিনি। তার পরও দিন শেষে ৬৭ রানে অপরাজিত রয়েছেন পিটারসেন। অপর প্রান্তে ১ রানে ব্যাট করছেন টিম ব্রেসনেন।

রায়ান হ্যারিস ও মিচেল জনসন ২টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড : ২২৬/৬(কারবেরি ৩৮, কুক ২৭, পিটারসেন ৬৭*; হ্যারিস ৩২/২, জনসন ৫৯/২)

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ২৬, ২০১৩)