দ্য রিপোর্ট প্রতিবেদক : হাই কোর্টের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। হতাহতেরও কোনো খবর পওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. জুয়েল বলেন, কে বা কারা মোটরসাইকেলযোগে হাই কোর্টের সামনে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাস থেকে যাত্রীরা নেমে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান সরদার বলেন, হাই কোর্টের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক পুলিশ দায়িত্বপালন করছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়। এরপরও একটি ককটেল বিস্ফোরণের খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দ্য রিপোর্ট/কেজেএন/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)