মণিরামপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোর সংবাদদাতা : জেলার মণিরামপুরে শফি কামাল (৫২) নামের এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মাঝিয়ালী নতুনহাট বাজারের পাশে বৃহস্পতিবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শফি কামাল উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা এবং জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি।
মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীকাঈল হোসেন জানান, শফি কামালের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালানো ও পোস্টার লাগানোর বিষয়টি দেখাশোনা করছিলেন। এ সময় তার ওপর হামলা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হামলাকারীরা বিএনপি-জামায়াতের কর্মী বলে জানান তিনি।
মণিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, হামলার সঙ্গে জামায়াত-শিবিরকর্মীরা জড়িত। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
(দ্য রিপোর্ট/জেএম/এফএস/ডিসেম্বর ২৬, ২০১৩)