হ্যাটট্রিকসহ ৫ উইকেট আল আমিনের
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টে আবাহনীর বিপক্ষে ইউসিবির হয়ে রেকর্ড গড়েছেন আল আমিন। ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন এই পেসার।
বাংলাদেশের কোনো বোলার এখন পর্যন্ত টোয়েন্টি২০ আন্তর্জাতিক কিংবা লিস্ট ‘এ’র ক্রিকেটে এই কৃতিত্ব দেখাতে পারেননি। এই অসাধ্যই বাস্তবে রূপ দিয়েছেন আল আমিন।প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকসহ এক ওভারে নিয়েছেন ৫ উইকেট। টানা ৪ বলে ৪ উইকেট পেয়েছেন তিনি।
এর আগে সাকিব আল হাসান (৬/৬), আফতাব আহমেদ (৬/২২), ইলিয়াস সানি (৫/১৩) ৫ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু কেউই এক ওভারে হ্যাটট্রিকসহ ৫ উইকেট কিংবা টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়েতে পারেননি।
বিজয় দিবস টোয়েন্টি ২০ টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক বোলার হচ্ছেন আল আমিন। ১৯.১ ওভারে মেহেদী মারুফকে, ১৯.৩, ১৯.৪, ১৯.৫ ও ১৯.৬ ওভারে যথাক্রমে নাজমুল মিলন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র ও নাবিল সামাদকে আউট করেছেন।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২৬, ২০১৩)