চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৬ কর্মী আটক
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম লোহাগাড়া থেকে জামায়াত-শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে সকাল ১০টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, উপজেলার চুনতি এবং বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে দু’জন জামায়াতকর্মী এবং চার শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা আছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ডিসেম্বর ২৬, ২০১৩)