‘বাংলাদেশ শান্তির দলে’র আত্মপ্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : শান্তিপূর্ণ ও সমৃদ্ধিশীল সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ শান্তির দল’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ সহিদ দলটির নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ সহিদ বলেন, ‘মূলত দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই দলটি প্রতিষ্ঠিত হল। দেশের সকল রকম অন্যায়, অবিচার, জুলুম ও নিপীড়নের প্রতিবাদ করবে এই দলের কর্মীরা।’
তিনি বলেন, ‘দেশে হত্যা, গুম, টেন্ডারবাজি, ডাকাতি, ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলছে। বাংলাদেশ এ পর্যন্ত পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যা আমাদের জন্য বেশ হতাশাজনক।’
দেশের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশে দুই দলের মধ্যে বিরোধ ও দেশব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে দেশ আজ ধ্বংস ও গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। দেশের অর্থনীতির চাকা থেমে গেছে।’
দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য দুই নেত্রীকে আগামী ২৯ ডিসেম্বরের আগে অবসর গ্রহণ করার আহ্বানও জানান তিনি।
দলটির আহ্বায়ক আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় ঐক্য মঞ্চ’ গঠনের ঘোষণা দেন। ওইদিন তিনি দেশের সকল মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাতেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল রানা প্রমুখ।
(দ্য রিপোর্ট/এমএম/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)