পটুয়াখালী সংবাদদাতা : জেলার বিভিন্ন উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের ৬ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাসাসহ বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটকদের মধ্যে রয়েছেন মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান ও দশমিনা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমিন হোসেন। এ ছাড়া মির্জাগঞ্জে ২ জন ও দুমকীতে ২ জনকে আটক করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। তবে সদর থেকে কাউকে আটক করা হয়নি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, রাত দেড়টার দিকে শহরের থানা পাড়াস্থ তার বাসায় যৌথবাহিনী তল্লাশি চালিয়েছে। এ সময় তিনি বাসায় ছিলেন না। অন্যান্য নেতাদের বাসায়ও তল্লাশি চালানো হয়েছে দাবি করলেও তাদের নাম বলেননি তিনি।

(দ্য রিপোর্ট/বিডি/এফএস/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)