বান্দরবান সংবাদদাতা : জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী লুনপিনের গুলিতে বাংলাদেশি কাঠুরিয়া নিহত হয়েছেন! ওই কাঠুরিয়ার নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের আষাঢ়তলী গ্রামের মুত ফিরোজ আহম্মেদের পুত্র।

তবে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যার বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল শফিকুর রহমান জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪-৪৫ নাম্বার সীমানা পিলার থেকে প্রায় চার কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ে বাংলাদেশি তিন কাঠুরিয়া। বুধবার সন্ধ্যায় তিনজনকে তাড়া করে লুনপিন সদস্যরা। আব্দুছ শুক্কুর ও মোহাম্মদ আলম নামের দুই কাঠুরিয়া পালিয়ে আসলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের দাবি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কাঠুরিয়া গিয়াস উদ্দিন (৩৫) মারা গেছেন। দেশটির সীমান্তের ভেতর রাঙ্গাঝিড়ি এলাকায় কাঠুরিয়ার লাশ পড়ে আছে।

লে. কর্নেল শফিকুর রহমান আরো জানান, মিয়ানমারের লুনপিন বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বিষয়টি অস্বীকার করছে।

(দ্য রিপোর্ট/এএল/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)