চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম সীতাকুণ্ড ও লোহাগাড়ায় ১৬ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সীতাকুণ্ডের সোনাইছড়ি, বাঁশবাড়িয়ায় অভিযান চালিয়ে ১০ জন ও লোহাগাড়া থেকে ছয়জন জামায়াত-বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান দ্য রিপোর্টকে জানান, আটক ১০ জনের মধ্যে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সহ-সম্পাদক ও যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আছেন।

অন্যদিকে, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান দ্য রিপোর্টকে জানান, উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে দুজন এবং বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে চার শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/ডিসেম্বর ২৬, ২০১৩)