বালুঘাটে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গৃহবধু মিতু পারভিনের (২২) রহস্যজনক মৃত্যু হয়েছে। উত্তর মানিকদি বালুঘাট বাজারের ৭৫/৩নং বাসা থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় তার মৃতদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিতুর স্বামী আসিফ রশিদ রনির বরাত দিয়ে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক বেনজির আহমদ জানান, বুধবার রাতে মিতু ও তার স্বামী রনি একসঙ্গে ঘুমান। রাত সাড়ে ৩টার রনি সময় দেখেন মিতু ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে শোয়া অবস্থায় মিতুর মৃতদেহ উদ্ধার করে।
মিতুর বাবা মোশারফ হোসেন জানান, তাদের গ্রামেরবাড়ি পাবনার সুজানগর থানার ভাটতারা গ্রামে। তিনবছর আগে একই এলাকার ছেলে রনিকে পছন্দ করে বিয়ে করেন। বিয়ের এক বছর পর থেকে রনি ফোনে টাকা দাবি করে আসছিল। কখনও ৫ লাখ আবার কখনও ৩ লাখ টাকা। মিতুর ৬ মাসের এক ছেলে আছে।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/জেএম/ডিসেম্বর ২৬, ২০১৩)