২ জেলা প্রশাসকসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি জমি আত্মসাতের অভিযোগে দুই জেলা প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করবেন বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুর রউফ (তেজগাঁও সার্কেলের সাবেক সহকারী কমিশনার-ভূমি), মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. মাসুম করিম (রাজশাহীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক) এবং গাজীপুর জেলার মির্জাগঞ্জ থানার প্রসাদ চন্দ্র বিশ্বাস।
দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া কাগজপত্র দাখিল করে ভাওয়াল রাজকোর্ট অব অডার্স অমান্য করে চার দশমিক ৭৬ একর সরকারি জমি পক্ষপাতমূলক আদেশের মাধ্যমে নামজারি করে আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৭/২১৮ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হবে।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এপি/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)