যশোর সংবাদদাতা : যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবীকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের রেলরোড এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে জানান, থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাস্টার নুরুন্নবীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যশোর সদর উপজেলার কুয়াদায় পুলিশের উপর হামলার মামলা রয়েছে।

তিনি আরো জানান, জামায়াতের এ নেতা হরতাল-অবরোধের নামে নাশকতার সঙ্গে জড়িত। আবারো নাশকতা করতে পারে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে বলেও জানান তিনি।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রশিদ দ্য রিপোর্টকে জানান, তারা গ্রেফতারের বিষয়টি শুনেছেন। দলীয় ফোরামে আলোচনার পর গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/ডিসেম্বর ২৬, ২০১৩)