নাটোরে ১৮ দলের বিক্ষোভ
নাটোর সংবাদদাতা : দলীয় নেতা-কর্মীদের নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দল।
শহরের হরিশপুর বাইপাস থেকে বৃহস্পতিবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলটি মাদ্রাসা মোড় হয়ে পুনরায় বাইপাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা ১৮ দলের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা আগামী ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখী সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার নির্দেশ দেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এআইএম/এসকে/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)