চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. রফিকুল ইসলাম (৩৫) নামের এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মধ্যম সোনাখালীর মতি হাওলাদারের ছেলে।
নগর পুলিশের সহকারী কমিশনার বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, রেলওয়ে পলোগ্রাউন্ড মসজিদের সামনে রফিক বেলুন বিক্রি করছিলেন। এ সময় তার কাছে থাকা বেলুনে হাওয়া দেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে রফিক ও তার সহকারী রুবেল আহত হন।
আহতাবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএইচও/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)