সন্দ্বীপে মাঠে নেমেছে নৌ বাহিনী
চট্টগ্রাম সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সেনাবাহিনী নামানো হলেও চট্টগ্রামের সন্দ্বীপে মাঠে নেমেছে নৌ বাহিনী। সমুদ্রবেষ্টিত উপজেলাটিতে বুধবার রাত ১২টার পর থেকে নেমেছে নৌ বাহিনী।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান জানান, সন্দ্বীপ বিচ্ছিন্ন উপজেলা হওয়ায় নাশকতাসহ আইনশৃঙ্খলাবিরোধী যে কোনো কার্যকলাপ হতে পারে। নাশকতা মোকাবিলায় এখানে প্রশাসন পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্য মোতায়েন করেছে।
তিনি আরও জানান, সাতকানিয়া-লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা। এ সব উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসও বেশি। তাদের ওপর হামলাও হয় বেশি। ফলে নির্বাচনে এই দুই উপজেলায় জামায়াত-শিবিরের প্রভাব প্রতিরোধ করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, আগামী ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার আসনগুলোতে দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ সব আসনে পুলিশ, আনসার, বিশেষ আনসারের পাশাপাশি বিজিবি ও সেনাসদস্য মোতায়েন থাকবে।
সেনাবাহিনীর জিওসির প্রতিনিধি মেজর মাহফুজ বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের যাতায়াতে নিরাপত্তায় সেনাসদস্যরা নিয়োজিত থাকবেন। যে কোনো পরিসিতিতে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায়ও সহায়তা করবেন তারা।’
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এসকে/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)