ঝিকরগাছার আহত আ.লীগ নেতার মৃত্যু
যশোর সংবাদদাতা : দুর্বৃত্তদের বোমা হামলায় আহত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। ঢাকার অ্যাপোলো হাসপাতালে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার মধ্যরাতে রবিউলকে বোমা হামলা ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
নিহতের স্বজনরা জানান, রবিউল ইসলাম বুধবার রাত সাড়ে ১১টার দিকে গদখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাবুপাড়া মসজিদের কাছে মাঠের মধ্যে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। রাতেই গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রেফার করা হয়। ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ওসি কামরুজ্জামান জানান, রবিউল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের সমর্থক ছিলেন। এ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)