দারুণ শুরু জামালের
দ্য রিপোর্ট প্রতিবেদক : ম্যাকলেওড রাসেল ট্যুরে শুরুটা দারুণ করেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা। বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ১৩তম স্থানে রয়েছেন তিনি। দেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন সোহেল পারের চেয়ে ৮ শট বেশি নিয়ে যুগ্মভাবে আছেন ৬২তম স্থানে।
রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে প্রথম ১৮ হোলে একটি মাত্র বার্ডি আদায় করেছেন জামাল। চতুর্থ হোলের বার্ডিই দিনশেষে লিডার্স বোর্ডে সেরাদের তালিকায় রেখেছে এই বাংলাদেশি গলফারকে। একই ফল করে পিজিটিআই র্যাঙ্কিংয়ে ৬ষ্ঠ স্থানে থাকা জামালের সঙ্গে যৌথভাবে ১৩তম স্থানে রয়েছেন এশিয়ান ট্যুর তারকা গগনজিৎ ভুলার।
অন্যদিকে শাখাওয়াত সোহেল ৩টি বার্ডি, ৩ বোগি ও ৪ ডাবল বোগি নিয়ে ৮০ শটে প্রথম দিন শেষ করেছেন। প্রথম রাউন্ড শেষে লিডার্স বোর্ডে শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা অনির্বাণ লাহিড়ি। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে ৬ শট এগিয়ে রয়েছেন (৬৬ শট) তিনি।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)