বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামায় আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। লামা পৌর এলাকার চাম্পাতলী এলাকায় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান খান দ্য রিপোর্টকে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার হঠাৎ রতন মল্লিকের মুদি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

রতন স্টোরের মালিক রতন মল্লিক অভিযোগ করে দ্য রিপোর্টকে জানান, পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

(দ্য রিপোর্ট/জেআর/এমএইচও/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)