চাঁদাবাজির অভিযোগে এসআইসহ ৩ পুলিশ আটক
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসআই কাইয়ুম সিভিল ড্রেসে ২ পুলিশকে নিয়ে একটি বাড়িতে অভিযান চালানোর নামে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির সবাই ডাকাত বলে চেঁচিয়ে উঠলে এলাকাবাসী তাদেরকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে বংশাল থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ হাসান দিরিপোর্ট২৪ ডটকমকে জানান, এসআই কাইয়ুমসহ অন্য দুই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হুন্ডির টাকা উদ্ধারের জন্য তাঁতীবাজারের একটি বাসায় অভিযান চালায়। অভিযান চলাকালে এলাকাবাসী তাদেরকে ‘ডাকাত’ ভেবে থানায় খবর দেয়। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে উভয়পক্ষকে থানায় নিয়ে আসে। তাদের কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
অভিযান ও আটক পুলিশদের বিষয়ে জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন দিরিপোর্ট২৪ ডটকমকে অন্যরকম তথ্য দেন। তিনি জানান, এসআই কাইয়ুম তাকে জানিয়েছেন তিনি মাদক ব্যবসায়ীকে ধরতে এক অভিযানে যাচ্ছে। তবে সেখানে হুন্ডি ব্যবসায়ী কিংবা টাকা কিভাবে এলো সে বিষয়ে তিনি অবগত নন।
সালাউদ্দিন বলেন, আটক এসআইসহ অন্য দুই পুলিশ যদি ডাকাতির সঙ্গে যুক্ত থাকে তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে থানার কোন দায় নেই বলে জানান তিনি।
(দিরিপোর্ট২৪ ডটকম/এস/এইচএস/অক্টোবর ০৫, ২০১৩)