রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে জামায়াত-শিবিরের ককটেল হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর ভারপ্রাপ্ত) তানভীর হায়দার চৌধুরী দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাত ৭টা ২৫ মিনিটে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের একটি এয়ারবাসে ঢাকায় নেওয়া হয়।

তানভীর হায়দার চৌধুরী জানান, ককটেল হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থকে উন্নত চিকিৎসার জন্য এয়ারবাসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিদ্ধার্থের সঙ্গে তার স্ত্রী পুলিশ কনস্টেবল দিপ্তীও রয়েছেন।

তিনি আরো জানান, এ হামলার পর নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইদ আহমদ দ্য রিপোর্টকে জানান, ককটেলের স্প্লিন্টারে কনস্টেবল সিদ্ধার্থের ফুসফুস ফুঁটো হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। কিছুতেই তা বন্ধ করা সম্ভব হচ্ছিল না। তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেওয়া হয়।’

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ওই ঘটনায় আহতাবস্থায় নয় পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)