বান্দরবানে ট্রাক উল্টে নিহত ১, আহত ৬
বান্দরবান সংবাদদাতা : জেলার রুমায় ট্রাক উল্টে মোহাম্মদ ইব্রাহিম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হন।
জেলার রুমা উপজেলার দুর্গম মুন্নমপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন দ্য রিপোর্টকে জানান, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দুর্গম মুন্নমপাড়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মোহাম্মদ ইব্রাহিম মারা যান। আহত হন ছয়জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)