বিলিওনিয়ারের তালিকায় নওয়াজ
দ্য রিপোর্ট ডেস্ক : বিলিওনিয়ার আইনপ্রণেতার কাতারে নাম লেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। স্থানীয় মুদ্রায় বর্তমানে দেড় বিলিয়নেরও বেশি সম্পদের মালিক তিনি। খবর ডননিউজের।
২০১২-১৩ বছরে দেশটির সাংসদদের মোট সম্পদ ও দায়ের পরিমাণ প্রকাশ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। সেখানে দেখা গেছে, নওয়াজের বর্তমান মোট সম্পত্তির মূল্য ১.৭১ বিলিয়ন রুপি। নির্বাচনের আগে মনোয়নপত্রে তার দেওয়া হিসাবে মোট সম্পত্তির মূল্য ছিল ২৬১.৬ মিলিয়ন রুপি।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, লাহোর ও শেখুপুরায় নওয়াজের বর্তমানে ছয়টি কৃষি সম্পত্তি রয়েছে। এ ছাড়া তার আব্বাস এন্ড কোম্পানি নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। তার দুটি মার্সিডিস কার, একটি ল্যান্ড ক্রুজার ও একটি ট্রাক্টর রয়েছে। তার ছেলে হোসাইন নওয়াজের পাঠানো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার মালিকও তিনি। লাহোরে তার একটি বিলাসবহুল বাড়ি আছে।
নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজও কিন্তু সম্পদের দিক থেকে পিছিয়ে নেই। মুরের হল রোডে একটি বাংলোসহ ১০টি ব্যাংক অ্যাকাউন্টে তার ১৩৮ মিলিয়ন রুপি রয়েছে।
নওয়াজ ছাড়াও পাকিস্তানের জাতীয় পরিষদের অন্যান্য বিলিওনিয়াররা হলেন- পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসী, খাইবার পশতুনখাওয়ার তিন সাংসদ খিয়াল জামান, রাজা আমির জামান ও সাজিদ হোসাইন তোরি।
এর মধ্যে খিয়াল জামানের সম্পত্তির মূল্য ২.৩৫ বিলিয়ন রুপি। এ ছাড়া আমির জামানের সম্পদের মূল্য ১.৮৮ বিলিয়ন রুপি।
এই বিলিওনিয়ারদের পাশে বসা অনেক সাংসদই আছেন যাদের ব্যক্তিগত একটি প্রাইভেট কার পর্যন্ত নেই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এদের সংখ্যা ২১ জন।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)