বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জহির (৩৫) নামে এক মুরগি খামারির মৃত্যু হয়েছে।

উপজেলার আজিজনগর ইউনিয়নের জামালপাড়ার একটি মুরগির খামারে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির মৃত বদিউল আলমের ছেলে।

এ বিষয়ে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক ফজলুল করিম দুর্ঘটনায় জহিরের মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জহির বৃহস্পতিবার বাড়ির পাশে নিজের মুরগির খামার দেখতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/জেআর/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)