মিরসরাই সংবাদদাতা : মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারীর নাম ইব্রাহীম খলিল (৫০)। বৃহস্পতিবার রাত ১০ টার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন বাবু জানান, ঢাকাগামী পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪৯২৬৩) বারইয়ারহাট পৌর বাজার এলাকা অতিক্রম করার সময় ইব্রাহীম খলিল নামের এক পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত ইব্রাহীম খলিলের বাড়ি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে। জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনার এক পথচারী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএএইচ/এমসি/ডিসেম্বর ২৬, ২০১৩)