চকরিয়ায় যুবলীগ নেতা ছুরিকাহত
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে আবু তৈয়ব নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্য মেদাকচ্ছপিয়া সিএনজি স্টেশনে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা ওই এলাকার মৃত মনিরুজ্জামান প্রকাশ হাজী কালাচানের ছেলে। তিনি খুটাখালী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্য মেদাকচ্ছপিয়া সিএনজি স্টেশনস্থ দোকানে টেলিভিশনে সংবাদ দেখে আওয়ামী লীগকে গালিগালাজ করে একটি পক্ষ। এর প্রতিবাদ করেন যুবলীগ নেতা আবু তৈয়ব। এতে ক্ষীপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত বড়ুয়া জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/একে/এনডিএস/ডিসেম্বর ২৭,২০১৩)