গাজীপুর সিটি কাউন্সিলর গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও জেলা বিএনপির ত্রাণবিষক সম্পাদক আজাহার ইসলাম মোল্লাকে (৫৮) গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গাজীপুর মহানগরের কোনাবাড়ির বাঘিয়া এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মাহফুজুর রহমান জানান, সম্প্রতি কোনাবাড়ি এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহাভুক্ত আসামি আজাহার ইসলাম।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (দফতর) ডা. মাজহারুল আলম জানান, আজাহার ইসলাম মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা বিএনপির ত্রাণবিষক সম্পাদক ও সাবেক কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/ডিসেম্বর ২৭,২০১৩)