কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি।

বিএনপির অভিযোগ, ছাত্রলীগ নেতা সনির নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী সর্মথকরা বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় টেলিভিশন ও চেয়ার-টেবিল ভাঙচুর কর হয়। তবে এ সময় দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত না থাকায় কেউ আহত হননি।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপি অফিসে হামলাকারী ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম জানান, হামলার প্রতিবাদে উপজেলায় শনিবার হরতাল ডাকা হয়েছে।

(দ্য রিপোর্ট/এপএ/এনডিএস/ডিসেম্বর ২৭,২০১৩)