কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে লরি চাপায় মো. সিফাত (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের রায়পুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত কুমিল্লা কোতোয়ালী থানার অলিপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন দ্যা রিপোর্টকে জানান, দুপুরে মহাসড়কের রায়পুর এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি লরির চাপায় সিফাত ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে লরিটি আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেপি/এমসি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)