চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় একরামুল হক (৯) নিহত হয়েছে। সে একই গ্রামের আবু বকরের ছেলে এবং হোগলডাঙ্গা ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে একরামুল হক স্থানীয় হাইস্কুল মাঠ থেকে খেলা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সে মারা যায়।
(দ্য রিপোর্ট/আরআর/এমসি/রতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)