দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলে চালক ঘুমিয়ে পড়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

ফেতচাবুন প্রদেশের লোম সাক জেলায় শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় চাইয়াং রাই প্রদেশে যাচ্ছিল।

ফেতচাবুন প্রদেশের পুলিশ কমান্ডার মেজর জেনারেল সুকিত সামানা জানান, ‘চালক ঘুমিয়ে পড়ায় বাসটি ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। আমরা খাদ থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছি। একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।’

সামানা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খাদে পড়ার আগে বাসটি ‘খুব দ্রুত’ চলছিল। দুর্ঘটনার ফলে বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। (সূত্র: আল জাজিরা)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)