দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাল সিটির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রুনিরা। অপর ম্যাচে সোয়ানসি সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।

ম্যানইউর জয় সূচক গোলটি করেছেন হালের জেমস চেস্টার। ৬৬ ‍মিনিটে এই আত্মঘাতী গোলেই জয়ের দেখা পেয়েছে তারা।

এর আগে অবশ্য পিছিয়ে ছিলো ম্যানইউ। খেলার ৪ মিনিটে এই চেস্টারই হালের পক্ষে প্রথম গোল করেছেন। ১৩ মিনিটে পরের গোলটি করেছেন ডেভিড মেইলার। ২-০ তে পিছিয়ে থাকা ম্যানইউকে ১৯ মিনিটে গোল করে প্রথম আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন ক্রিস স্মলিং। ২৬ মিনিটে ওয়েন রুনির গোলে সমতায় ফিরিয়েছে ম্যানইউ।

খেলার অতিরিক্ত সময়ে আন্তনিও ভ্যালেন্সিয়া লালকার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয়েছে ম্যানইউ। ১০ জনের দল নিয়েও পুরো ৩ পেয়েন্ট পেয়েছে মোয়েসের শিষ্যরা।

লিগের অপর ম্যাচে ২৯ মিনিটে করা এডন হ্যাজার্ডের একমাত্র গোলে সোয়ানসি সিটির বিপক্ষে জয় পেয়েছে চেলসি। দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কিছু আক্রমণ রচনা করলেও তা ব্যর্থ হয়েছে।

এই জয়ে ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে আছে ম্যানইউ। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে চেলসির অবস্থান ৩ নাম্বারে।

লিগের অন্য ম্যাচে লিভারপুরকে ২-১ গোলে ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হ্যামকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)