ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যানবাহন বোঝাই করে নদী পারাপারের সময় মাঝ নদীতে ৫টি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহা জানান, গভীর রাত থেকে কুয়াশা পড়তে থাকে । ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাধ্য হয়ে মাঝ নদীতে ৪টি রো রো ফেরি ও ১টি কে টাইপ ফেরিসহ মোট ৫টি ফেরি নোঙর করা রয়েছে।
ফেরিগুলো হলো- রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমানত শাহ, শাহ আলী ও ভাষা সৈনিক বরকত এবং কে টাইপ ফেরি কপোতী। তিনি আরো জানান, বর্তমানে এ রুটে ৯টি রো রো ও ১টি কে টাইপ ফেরি চলাচল করছে।
(দ্য রিপোর্ট/কেটিএম/এপি/এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)