ইরাকে ড্রোন ও মিসাইল পাঠালো যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : আল কায়দার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে ইরাকে মিসাইল ও ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকি ও মার্কিন কর্মকর্তারা এ খবর নিশ্চত করেছেন। খবর বিবিসির।
তারা জানান, গত সপ্তাহে আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য প্রায় ৭৫টি হেলফায়ার মিসাইল ইরাকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন বছরে স্ক্যানইগল সার্ভিলেন্স ড্রোনও ইরাকে পাঠানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি ওই মিসাইল সরবরাহের কথা নিশ্চিত করেন। এ ছাড়াও খুব শিগগির ড্রোনগুলোও সরবরাহ করা হবে বলে তিনি জানান।
২০০৮ সালে দুই দেশের সম্পাদিত ‘দ্য স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক অ্যাগরিম্যান্ট’ এর কথা উল্লেখ করে সাকি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি ইরাক বাহিনী যুদ্ধবিদ্ধস্ত সিরিয়া সীমান্তের মরুভূমি প্রদেশ আনবারে আল কায়দার বিরুদ্ধে এক অভিযান চালিয়েছে। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় অস্থিরতার সুযোগ নিয়ে ইরাকের আনবার প্রদেশে আল কায়দা বাহিনী পুনরায় একত্রিত হয়েছে। মূলত ওই প্রদেশের আল কায়দার বিরুদ্ধে ব্যবহারের জন্যই এসব মিসাইল ও ড্রোন সরবরাহ করা হচ্ছে বলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে ইরাকজুড়ে আল কায়দা হামলায় কমপক্ষে ৮ হাজার লোক মারা গেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)