সাতক্ষীরায় ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা কাকডাঙ্গা বিজিবি সদস্যরা শুক্রবার ভোর ৪টার দিকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি ।
কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার হুমায়ুনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৪ লাখ টাকা। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাযহার ঘটনা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এপি/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)