২৪ বছর পর ছাতকে আকিজ গ্রুপের কারখানা
সুনামগঞ্জ সংবাদদাতা : ভূমি অধিগ্রহণের প্রায় ২৪ বছর পর সুনামগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত ছাতক উপজেলায় স্থাপন হচ্ছে আকিজ গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ কারখানা।
জানা গেছে, ছাতক পৌর শহরের ভাজনামহল-শ্যামপাড়া এলাকার প্রায় দু’শ’ একর জমিতে আকিজ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এর আগে ১৯৮৮ সালে ছাতক পৌরসভার কুমনাসহ বিভিন্ন মৌজার প্রায় দেড় শতাধিক একর ফসলী জমি আকিজ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা আকিজ উদ্দিনের পুত্র বশির উদ্দিন কোম্পানির নামে কৃষকদের কাছ থেকে ক্রয় করেন।
আকিজ গ্রুপ অব কোম্পানি ছাতকের ম্যানেজার মুশফিকুর রহমান মুন্না জানান, কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ভূমিটি পতিত রাখা হয়েছে। বর্তমানে এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী জানুয়ারি মাসে কারখানা উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রায় ২৪ বছর ধরে পতিত পড়ে থাকা এসব জমিতে কারখানা প্রতিষ্ঠার কাজ শুরু হওয়ায় স্থানীয় ভূমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।
কারখানার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কুমনা এলাকার একটি ভাঙ্গা ব্রিজ সংস্কার কাজও হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
ফলে কারখানা প্রতিষ্ঠায় এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করছে স্থানীয় জনগণ।
(দ্য রিপোর্ট/আরএআর/এআইএম/এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)