যশোর সংবাদদাতা : যশোরের কোতোয়ালী থানার পুলিশ শুক্রবার ভোরে গোলাম রসুল নামে এক যুবককে আটক করেছে। ওই সময় তার কাছ থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করা হয়।

আটক গোলাম রসুল সদরের মণ্ডলগাতি গ্রামের আব্দুর রবের ছেলে।

কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার জহুরুল হক জানান, ভোর ৪টার দিকে যশোর বেনাপোল সড়কের মণ্ডলগাতি এলাকায় রাস্তার ধারে গোলাম রসুলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এসআই জামাল। এ সময় তল্লাসি চালিয়ে তার কাছে থেকে ৫টি বোমা উদ্ধার করেন তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/এআইএম/ এমডি/ডিসেম্বর ২৭, ২০১৩)