ফেডারেল বাজেটে স্বাক্ষর করলেন ওবামা
দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই বছর মেয়াদি ফেডারেল বাজেট বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী বছরের জানুয়ারিতে মার্কিন সরকারের স্বাভাবিক কার্যক্রম বন্ধের আশঙ্কা দূর হলো।
এর আগে, চলতি মাসের শুরুতে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ২০১৪ ও ২০১৫ অর্থবছরের বাজেট বিলটি পাস হয়।
এর আগে ওবামার স্বাস্থ্যনীতি নিয়ে সংকটের জেরে মার্কিন সরকারের স্বাভাবিক কার্যক্রম ১৬ দিন বন্ধ থাকার পর সংকট নিরসনের লক্ষ্যে অক্টোবরে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের নিয়ে গঠিত বাজেট কমিটি এ বিলটির খসড়া প্রণয়ন করে।
হাওয়াইতে ছুটি কাটানোর সময়ই এই বাজেটে স্বাক্ষর করেন ওবামা। এ বছর অবশ্য ওবামা তার প্রণয়ন করা স্বাস্থ্যসেবা সংক্রান্ত আইন নিয়ে সৃষ্ট রাজনৈতিক জটিলতা, ঋণ ও অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে বেশ চাপের মুখে ছিলেন।
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ২৭, ২০১৩)