বরিশাল সংবাদদাতা : একুশে পদক প্রাপ্ত দেশের খ্যাতিমান প্রবীন ফটো সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা, যেকোন মূল্যে এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনের সভাপতি ইমরান সিকদার সালাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিএস/এআইএম/ এমডি/ডিসেম্বর ২৭, ২০১৩)