কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মী আটক
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকদের মধ্যে জামায়াত-শিবিরের ২৭ এবং বিএনপির ৮ নেতাকর্মী রয়েছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম জানা যায়নি।
সূত্র জানায়, কোতোয়ালিতে জামায়াত-২, বিএনপি-২, চৌদ্দগ্রামের বিএনপি-৩, শিবির-১, নাঙ্গলকোটে জামায়াত-১, লাকসামে জামায়াত-শিবির ১২, মনোহরগঞ্জে শিবির-৩, বরুড়া জামায়াত-২, মুরাদনগর বিএনপি-২, জামায়াত-২, চান্দিনায় জামায়াত-শিবির ৩, বুড়িচংয়ে বিএনপি-১ এবং বিপাড়ায়া ১ শিবিরকর্মীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেপি/ এপি/ এমডি/ডিসেম্বর ২৭, ২০১৩)