ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মী আটক
ব্রাহ্মণবাড়িয়া সংবদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহ্স্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শোয়েব আহমেদও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এসকে/এআইএম/ এমডি/ডিসেম্বর ২০১৩)