দ্য রিপোর্ট ডেস্ক : হলিউড অভিনেতা ব্র্যাড পিটের ১৯৮০ সালের দিকে লেখা একটি প্রেমপত্র খোঁজ পাওয়া গেছে। পিট যে অনেক খুব মিষ্টি ভাষায় প্রেম নিবেদন করতে পারেন তারই প্রকাশ ঘটেছে তার সাবেক প্রেমিকাকে লেখা ওই প্রেমপত্রে। সূত্র রাদার অনলাইন রিপোর্ট।

জানা গেছে, ১৯৮০ সালের দিকে এই তারকা জিল স্কোলেন-এর প্রেমে উচ্ছসিত হয়ে প্রেমপত্রে লেখেন, ‘আমি তোমাকে অতিমাত্রায় পছন্দ করি। আমি তোমাকে চিরদিনই ভালবাসবো। আমি তোমাকে ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।’

ব্র্যাড পিট ১৯৮৯ সালে স্কোলেনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেন। এর অন্যতম কারণ স্কোলেন এক ছবি পরিচালকের সঙ্গে অভিনয়ের সময় দুর্ব্যবহার করেন।

ব্র্যাডের প্রেমে মগ্ন হয়ে একসময় স্কোলেন লিখেছিলেন, ‘পিট অনেক রোমান্টিক ছিল। সে আমাকে একটি অসম্ভব সুন্দর কবিতা উপহার দিয়েছিল, যা কেবল একজন পুরুষ একজন নারীকে ভালবেসেই লিখতে পারে। আমার মনে হয়েছিল সে অনেক কাব্যিক ও প্রেমে নিমগ্ন পুরুষ। আমাদের একসঙ্গে কাটানো সময়টা ছিল খুব সুন্দর মুহূর্তের।’

(দ্য রিপোর্ট/পিআর/এইচএসএম/ডিসেম্বর ২৭, ২০১৩)