চুয়াডাঙ্গা সংবাদদাতা : উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সোহরাব হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পীর নিজ জেলা চুয়াডাঙ্গায় সোহরাব হোসেন স্মৃতি সংসদ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোহরাবের সকল প্রিয় নজরুলসংগীত পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাইদ মাহবুব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোহরাব হোসেন স্মৃতি সংসদ-এর আহ্বায়ক এমএ মামুন জানান, নিজেদের তাগিদ অনুভব করে প্রখ্যাত এই শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে সোহরাব হোসেন স্মৃতি সংসদকে সার্বিক সহযোগিতা করছে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও সোহরাব হোসেনের ভক্ত অনুরাগীরা।

(দ্য রিপোর্ট/আরআর/রাসেল/এপি/ডিসেম্বর ২৭, ২০১৩)