অতিথি পাখি দেখতে জাবিতে মজিনা
জাবি প্রতিবদেক : শীতের অতিথি পাখি দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আসেন। আন-অফিসিয়াল সফরে শুক্রবার সকাল সাড়ে সাতটায় তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি ও লাল শাপলা দেখে মুগ্ধ হয়েছেন মজিনা। মাঝে মাঝে তার মুখ থেকে ‘ওয়াও’ শব্দটি শোনা গেছে। তিনি প্রশাসনিক ভবনের সামনের লেকে দীর্ঘসময় লাল শাপলার ফাঁকে ফাঁকে পাখিদের ওড়াউড়ি আর খুনসুটি দেখেছেন। তবে সাড়ে তিনঘণ্টার এ সফরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে মজিনার সাথে দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ দ্য রিপোর্টকে জানান, মজিনা আন অফিসিয়াল সফরে পাখি দেখতে সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পাসে আসেন। তিনি জাবির এ সকল অতিথি পাখি দেখে মুগ্ধ হয়েছেন। একান্তই ব্যক্তিগত সফরে জাবিতে আসেন বলে জানান তিনি।
প্রশাসনিক নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরি দ্য রিপোর্টকে জানান, প্রশাসনের কাউকে না জানিয়ে ব্যক্তিগত নিরাপত্তায় জাবিতে ঘুরতে যান মজিনা। তাই প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়নি।
এর আগে ২০১২ সালে পরিবার ও তার কার্যালয়ের অনেককে নিয়ে মজিনা জাবিতে এসেছিলেন। এবার তিনি একাই পাখি দেখতে এসেছেন।
এরপর পাখি দেখে ও ক্যাম্পাস ঘুরে সকাল এগারোটার দিকে তিনি ঢাকার উদ্যোশে রওনা দেন।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/রাসেল/এমডি/ডিসেম্বর ২৭, ২০১৩)