মুন্সীগঞ্জে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি এলাকায় পণ্যবাহী ট্রাক উল্টে মুজিব মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ৪ শ্রমিক আহত হন।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাকহাটি এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পণ্যবোঝাই একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/জিএমএম/এফএস/এমডি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)