প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য প্রস্তুত মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী জনসভার দ্বিতীয় দিনে তিনি এ জেলা সফর করছেন।
বৃহস্পতিবার ফরিদপুর ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এবং শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ার নির্বাচনী জনসভা শেষে মুন্সীগঞ্জ হয়ে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।
ঢাকায় ফেরার পথে শুক্রবার দুপুর আড়াইটায় লৌহজং কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির নির্বাচনী জনসভায় এবং বিকেল সাড়ে ৩টায় শ্রীনগর স্টেডিয়ামে মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রতিটি জনসভাস্থলেই চলছে ব্যাপক প্রস্তুতি। এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
(দ্য রিপোর্ট/জিএমএম/এফএস/এপি/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)