দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের মানুষ টাকার মাদকতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন। শুক্রবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দশম জাতীয় মানবাধিকার কনভেনশন-২০১৩ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ড. জসিম বলেন, বহু রক্তের বিনিময়ে মাতৃভাষা ও স্বাধীনতা অর্জন করেছি। এটি কেউ আমাদের ভিক্ষা দেয়নি। অথচ এখন মানুষ স্বাধীনতার অপব্যবহার করছে। অহরহ লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।

তিনি বলেন, অর্থের কারণে মানুষ যা ইচ্ছে তা করছে। বাংলাদেশের মানুষ টাকার মাদকতায় ভুগছে।

অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজীর সভাপত্বিতে এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আফতাব উদ্দিন, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, লে. কর্ণেল ডা. নাজমা বেগম নাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় মানবাধিকার সোসাইটি সক্রিয়ভাবে কাজ করছে। সারা দেশে সংগঠনটির অনেক কর্মী রয়েছেন। সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তবে এটি পর্যাপ্ত নয়। আমাদের আরো অনেক দূর যেতে হবে। দেশের সর্বত্র মানবাধিকার নিশ্চিতের জন্য বিপ্লব করতে হবে।

সম্মেলন শেষে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে বিশেষ নাটক ‘বিজয়ের পতাকা’ প্রদর্শন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এআইএম/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)