করাচিতে আটজনের মৃতদেহ উদ্ধার
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে লিয়ারি গ্যাংয়ের ছয় সদস্যসহ আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
করাচির পাক কলোনির পুরাতন গোলিমার এলাকা থেকে শুক্রবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের বৃহস্পতিবার অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
লিয়ারি এলাকার উজাইর বেলুচ ও বাবা লাদলা দলের মধ্যে সংঘাতের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ হত্যাকাণ্ডের পর লিয়ারি এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। (সূত্র: ডন নিউজ)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/ডিসেম্বর ২৭, ২০১৩)