দ্য রিপোর্ট প্রতিবেদক : সাম্প্রদায়িক ও জঙ্গিরা ‘জানোয়ার’ এর মতো কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাম্প্রদায়িকরা বলপ্রয়োগ ও সহিংসতায় বিশ্বাস করে।

তিনি বলেন, একটি গোষ্ঠী রাজনীতি ও নির্বাচনের জন্য সাম্প্রদায়িকতাকে কাজে লাগায়। ধর্মের ভিত্তিতে ভোট করে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের সহযোগিতায় ‘মানবাধিকার সংগঠন শারি’সহ চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচন : সংখ্যালঘুদের নিরাপত্তা’ বিষয়ক মত বিনিময় সভায় মন্ত্রী এ সব কথা বলেন।

‘খালেদা জিয়া প্রকাশ্যে জঙ্গিবাদ স্থাপন করছে’ দাবি করে তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে বাদ দিতে হবে।

বিরোধী দল ও নির্বাচন বর্জনকারীরা সন্ত্রাসী এবং তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে বলেও অভিযোগ করেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদের প্রধান উৎসাহদাতা, পৃষ্টপোষক এবং একটি বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত।

‘হয় জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের ত্যাগ করবেন, অন্যথায় রাজনীতি থেকে বিদায় নেবেন’ বলে খালেদা জিয়াকে হুঁশিয়ার করেন ইনু।

নূর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা নির্মল রোজারিও, বাংলাদেশ হিন্দু সম্প্রদায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

দ্যরিপোর্ট/এসএ/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)